জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বস্তার জায়গায়, জনগণের আস্থার জায়গায় দেখতে চাই। কিন্তু সেনাবাহিনীর কতিপয় কালপ্রিট, যারা জনগণের সকল আশা-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, যারা আওয়ামী লীগের দ্বারা ব্যবহৃত হয়ে নিজের ইচ্ছায় হোক, চাপে পড়ে হোক বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। কতিপয় জেনারেল বা অফিসার এ ধরনের হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার-বহির্ভূত গুম-খুনের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।’ আজ শনিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে জেলাজুড়ে লংমার্চের অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘ওই কালপ্রিটদের কালিমা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গায়ে লাগতে দিয়েন না।’ সারজিস আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বড়...