১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূবালী ব্যাংক পিএলসি সদয়ভাবে উপহার দিয়েছে দুটি আধুনিক বাস। এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বুয়েট পরিবহন পুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের হাতে প্রতীকী চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএইআরএস-এর পরিচালক অধ্যাপক ড. আরিফ হাসান মামুন। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরও বলেনে, ‘‘পূবালী ব্যাংকের সকল...