বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে ফ্রান্স। এদিন ম্যাচের প্রথম গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। কিন্তু আসন্ন আইসল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। আজারবাইজানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। কিন্তু ৮৩তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। আন্তর্জাতিক বিরতির আগেই ভিয়ারিয়ালের বিপক্ষে ক্লাব ম্যাচে একই গোঁড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। ফ্রান্স জানিয়েছে, এমবাপ্পে দলের সঙ্গে যাচ্ছেন না।...