অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেছেন, শুধু দুর্যোগ মোকাবিলাই নয়, সাইক্লোন শেল্টার জনস্বার্থে সামাজিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা যাবে।শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার সময় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে যাওয়ার পথে আমতলী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি সাইক্লোন শেল্টার দুটি ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।উপদেষ্টা ফারুক-ই-আজম আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান ও বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদএ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ...