জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা সেনাবাহিনীকে বিশ্বস্তার জায়গায়, জনগণের আস্থার জায়গায় দেখতে চাই। কিন্তু সেনাবাহিনীর কতিপয় কালপ্রিট, যারা জনগণের সব আশা-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও আয়নাঘর বানিয়ে অপকর্ম করেছিল তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।’শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজারে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে জেলাজুড়ে লংমার্চের অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছেন। এসময় জীবন দিয়েছে আপনার-আমার মত সাধারণ মানুষেরা। শ্রমিকরা ও তাদের সন্তানরা। মাঝখানে ফায়দা লুটে কতিপয় রাজনীতিবিদেরা। জেলা উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, বাটপার রক্ত চুষে খাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’এসময় জাতীয়...