বাগেরহাটের সাংবাদিক এ এস এম হায়াত উদ্দীনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আহ্বানে এই মানববন্ধন হয়। ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক আবুল কাসেমের সভাপতিত্বে এবং বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজের হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি...