আফগান রাজধানী কাবুলে শুক্রবার বিকেলে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরটি। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিকমাধ্যমে বলেন, ঘটনাটি তদন্তাধীন, জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে পরবর্তীতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এই বিস্ফোরণের পেছনে পাকিস্তানের হাত রয়েছে।তালিবান সরকারের অভিযোগ, পাকিস্তান সীমান্ত অতিক্রম করে কাবুল ও পাকতিকা এলাকায় হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানে বিশেষ করে তালিবান শাসনাধীন এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সদস্যরা নিরাপদ আশ্রয় পেয়ে থাকে। অন্যদিকে তালিবান বারবার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না।এই বিস্ফোরণের ঘটনা ঘটে এমন সময়ে, যখন তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুহতাকি ভারতের ছয় দিনের সরকারি...