কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন টেন্ডারে স্বজনপ্রীতি, কমিশন বাণিজ্য ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, সারাদেশে পুকুর-খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ধনুসাড়া মিজির ব্রিজ থেকে সিংরাইশ ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার কানাইল খাল পুনঃখননের জন্য ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি সম্পন্নের দায়িত্ব পায় দাউদকান্দির ‘মেসার্স লিবার্টি ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী, খালের পাড় বাঁধাই ও অতিরিক্ত মাটি উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা থাকলেও অভিযোগ উঠেছে প্রকৌশল অফিসের যোগসাজশে রাতের আঁধারে ট্রাক্টর প্রতি ২০০ টাকায় মাটি বিক্রি করা হয়। এতে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চলতি বছরের ২৫...