বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ধানের শীষ প্রতীকটি বিএনপির জন্মলগ্ন থেকেই দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগেও এটি মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক ছিল। শনিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় এনসিপি নেতাদের উদ্দেশে রিজভী বলেন, “শাপলা প্রতীক না দিলে ধানের শীষ দেয়া যাবে না—এমন অযৌক্তিক দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এসব অবস্থার সুযোগ নেবে পরাজিত শক্তি। শাপলা জাতীয় ফুল, জাতীয় প্রতীকও বটে। তবে এর সঙ্গে ধানের শীষের কোনো সম্পর্ক নেই। ধানের শীষ আপনাদের জন্মেরও আগে বিএনপির প্রতীক ছিল। এ নিয়ে বিতর্ক তৈরি করে ঐক্যের চেতনায় বিভাজন আনা হচ্ছে।” বিএনপির এই নেতা আরও বলেন, “এটা যেন...