পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে, যা পাকিস্তান মোটেও চায় না। জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেআসিফ বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক কখনোই খুব মধুর ছিল না। এখন সন্ত্রাসবাদ আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে রপ্তানি হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান সবসময় মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী সম্পর্ক চায়।’ একইসঙ্গে আফগানিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তালেবান সরকারের গাফিলতির কারণে আফগান মাটিতে কার্যরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এই উত্তেজনা আরও প্রকট হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে...