প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণেরে ম্যাচে আজ দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে টাইগাররা। আজ জিতলে সিরিজে ১-১ সমতায় ফিরবে বাংলাদেশ। শনিবার আরব আমিরাতের আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকে উইকেট হারালেও ওপেনার ইবরাহিম জাদরানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৯০ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইবরাহিম। আজ আফগান শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করার মধ্য দিয়ে ওপেনিং জুটি ভাঙেন সাকিব। তার বলে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন গুরবাজ। তার বিদায়ের মধ্য দিয়ে ৪.৫ ওভারে ১৮ রানে প্রথম...