ইনিংসের শুরুর দিকে ১৪.১ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৬৪ রান। তানভির ইসলামের করা দ্বিতীয় বলটি ডিপ মিডউইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল রান নেওয়ার চেষ্টা করেন রহমত শাহ। রান নেওয়ার সময় তার পায়ের অ্যাকিলিস হিলে টান লাগে। যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। কিন্তু ইনিংসের শেষ দিকে দলের স্কোর মোটাতাজা করতে; ৪৪.৪ ওভারে গজানফার নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে সাজঘরে ফিরলে, মাঠে নামেন রহমত শাহ। মাঠে নেমে লেগ স্পিনার রিশাদ হোসেনের করা পঞ্চম ডেলিভারিটি খেলার চেষ্টা করে মাঠেই পড়ে যান রহমত। তার এমন অবস্থা দেখে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দৌড়ে আসেন। এরপর আফগান দলের ফিজিও মাঠে এসে সতীর্থদের সহযোগিতায় রহমত শাহকে হুইলচেয়ারে করে সাজঘরে ফেরান। রহমত শাহর বিদায়ের মধ্য দিয়ে ৪৪.৫ ওভারে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।...