ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর পুলিশের বিরুদ্ধে ‘হামলার’ অভিযোগ তুলেছে দলটি। শনিবার বেলা সাড়ে ৩টার পর দলটির সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এর পরে সংবাদ সম্মেলনে এসে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পুলিশের বিরুদ্ধে ‘অতিরিক্ত বল’ প্রয়োগের অভিযোগ তোলেন। এ ঘটনা রাজনীতির জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। যদিও ঘটনার পর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেছেন, “তারা (জাতীয় পার্টি) পুরো সড়ক বন্ধ করে সমাবেশ করছিল। প্রথমে তাদের সড়ক ছেড়ে একপাশে সমাবেশ করতে বলা হয়েছিল, কিন্তু তারা না শুনে সমাবেশ চালিয়ে যেতে থাকে।” সমাবেশ ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।...