সাতক্ষীরার তালার খলিশখালী ইউনিয়নের রাঘবকাটি গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার’র হস্তক্ষেপে বাল্য বিয়েটি বন্ধ হয়।জানাগেছে, উপজেলার রাঘবকাটি গ্রামের এক পাইপ ব্যবসায়ীর ১৫ বছরের কন্যার শুক্রবার (১০ অক্টোবর) বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এখবর জানতে পেরে শনিবার (১১ অক্টোবর) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের অধিন কিশোর কিশোরী ক্লাবের সুপার ভাইজার আজিবুর রহমান ও জেন্ডার প্রোমোটার সরদার নাজমুল হোসেন সেখানে অভিযান চালিয়ে বিয়ের সত্যতা পান।এসময় তাঁরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশনা মতে বিয়ে বন্ধে শিশু কন্যার মায়ের মুচলেকা গ্রহন করেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে শনিবার রাঘবকাটি গ্রামে অভিযান চালানো হয়। বিয়ে বন্ধে...