‘আইন পেশা শুধু পেশা নয়, এটি ন্যায়ের সেবার পথ’ এমন বার্তা নিয়েই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজন করেছে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।শনিবার (১১ অক্টোবর) আদালত অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় নবীনদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা।অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।যে কারণে পেছাল ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকর্মশালার দ্বিতীয় পর্বে আইডি কার্ড বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান...