ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত মেডিক্যাল ফিজিক্স বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্স (AFOMP)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে তিনি AFOMP-এর ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন। ২০২৫-২০২৮ মেয়াদে তিনি এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি দেশের মেডিক্যাল ফিজিক্স সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সংঘের নেতৃত্ব দেবে। প্রফেসর আজহারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর সেন্টার ফর বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিরেক্টর এবং প্রফেসর। তিনি গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথেম্যাটিক্যাল সায়েন্সেসের প্রাক্তন ডিন। বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটি (BMPS)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন।...