‘অপহরণ-চাঁদাবাজি’ মামলায় বাদীর অনাপত্তিতে জামিন পেয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। ঢাকার একটি আদালত বাদীর জিম্মায় ৫০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেয়। তবে মামলার অপর দুই আসামি মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিসকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এসব তথ্য দিয়েছেন। ‘অপহরণ ও মারধর’ করে চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর পান্থপথের ‘ট্রিপজায়ান’ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী শেখ নাঈম আহমেদ শুক্রবার গুলশান থানায় এ মামলা করেছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, শেখ নাঈম আহমেদ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্যবসায়িক সভায় অংশ নিতে গুলশান-১ এ যান। সভা শেষে সেখানেই একটি রেস্তোরাঁয় খেতে যান। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ছাত্রদল নেতা শাওন তাকে ফোন করে দুবাইয়ের...