উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক মহড়ায় নিজেদের ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার প্রদর্শন করেছে দেশটি। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা। মঞ্চের প্রথম সারিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। কিমের পাশে এই তিন নেতাকে বসিয়ে যেন বিশ্ববাসীর সামনে নতুন রাজনৈতিক ও সামরিক বার্তা দিল পিয়ংইয়ং। বার্তাসংস্থা এএফপি জানায়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে দেশটির সবচেয়ে উন্নত ‘হোয়াসং-২০’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। এটি উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক...