বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জিয়া পরিবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে ২১ দফা ঘোষণা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দীর্ঘদিন কারাবন্দী থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু কখনো আপোষ করেননি।” তিনি আরও বলেন, “আমাদের নেতা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন। নিজের ভাইয়ের জানাজায়ও অংশ নিতে...