নিউজিল্যান্ডের বিপক্ষে রাবেয়া ৩ উইকেট নেয়ার পর ২৫ রান করেন নারী বিশ্বকাপ ক্রিকেটে খেলতে যাওয়ার আগেই বাংলাদেশের সবচেয়ে বড় শঙ্কার জায়গা ছিলো ব্যাটিং। বোলারদের নৈপুণ্যে প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয়টিতেই লড়াই জমানো গিয়েছিলো। তবে বোলাররা তো আর সবদিন নাটকীয় কিছু করে দেবেন না। নিগার সুলতানা জ্যোতিরা নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে সেটি টের পেলেন ভালো করে। ব্যাটিংয়ে টানা এই ব্যর্থতার কারণ খুঁজে হয়রান বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল টাইগ্রেসরা, পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করে। কিন্তু পরপর দুটি পরাজয় এখন তাদের সেরা চারের বাইরে ঠেলে দিয়েছে এবং তাদের নকআউট পর্বের আশা চাপের মুখে। আগামীকাল বিশাখাপত্তনমে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে খুব কম সময়ের মধ্যে তাদের ব্যাটিং দুর্বলতা এখন আলোচনার কেন্দ্রে। নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের মিডল-অর্ডার...