এ ছাড়া চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের মূল্য দাঁড়ায় ৬ লাখ ৬০ হাজার টাকা।বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এতে একদিকে দেশের রাজস্ব আয় ব্যাহত হচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি জানান, আটক করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ‘দেশের রাজস্ব সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন। বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে বিক্রির...