মাতৃত্বেরকারণেকাজেরসময়সীমাকমিয়েআটঘণ্টাকরারশর্তদেওয়ায়বলিউডঅভিনেত্রীদীপিকাপাড়ুকোনকেনিয়েবেশআলোচনা–সমালোচনাহয়েছে।এইসিদ্ধান্তেরজেরে‘স্পিরিট‘এবং‘কল্কি২৮৯৮এডি‘ (সিকুয়েল)ছবিদুটিথেকেবাদওপড়েছেনতিনি। কাজ হারানোর পর থেকেই তাকে ‘অপেশাদার’ তকমা দিয়ে নানা কটাক্ষ করা হয়। কিন্তু এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুললেন ‘পদ্মাবত’ খ্যাত এই তারকা। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির ‘দ্বিচারিতা’ নিয়ে তিনি এক সাক্ষাৎকার কথা বলেছেন। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া এবং তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক।’ দীপিকা এর সঙ্গে বলিউডের ভেতরের ‘দ্বিচারিতা’ ও ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতাকেও সামনে এনেছেন। তার কথায়, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না।’ ‘এমনকি তারা সপ্তাহান্তেও...