উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করে এক জাঁকজমকপূর্ণ সামরিক প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এই প্যারেডটি আয়োজন করা হয় দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্যারেডে প্রদর্শিত হয় উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০, যা দেশটির ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।এই বিশাল আয়োজনের সাক্ষী ছিলেন একাধিক আন্তর্জাতিক অতিথি। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো ল্যামসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্যারেডে উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা আছে এই মিসাইলেরহোয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলার সক্ষমতা রাখে বলে দাবি করে পিয়ংইয়ং।...