জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও ময়মনসিংহের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ময়মনসিংহ-ঢাকা পথে চলাচলকারী ইউনাইটেড সার্ভিস ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, “ঢাকা-ময়মনসিংহ পথে ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের চলা পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার হয়েছে। কিন্তু নিজেদের মধ্যে সমস্যার কারণে দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।” পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখপ্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন...