কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে ও শর্ত পূরণ করতে পারলে নোয়াখালী কিংবা ময়মনসিংহ দল দেখা যেতে পারে এবারের বিপিএলে। ফ্র্যাঞ্চাইজির জন্য সম্ভাব্য ১০টি এলাকার রূপরেখা তৈরি করেছে বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি নানা সময়েই খেলেছে বিপিএলে। এগুলোর সঙ্গে এবার নোয়াখালী ও ময়মনসিংহের নামেও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিপিএল নিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের আরেকটি বড় সিদ্ধান্ত, এবার পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলগুলির মালিকানা। আগে কখনও টানা তিন বছরের বেশি সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় বিসিবি জানায়, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহবান করা হয়েছে। পত্রপত্রিকায় বিজ্ঞাপনও যাবে রোববার। এর মাধ্যমে এবারের বিপিএলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেল। অন্তত পাঁচটি দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করতে...