দেশে এক হাজারের বেশি পর্যটন স্থান আছে। তবে ঘোরার সময় খরচ একটি মুখ্য বিষয়। খরচ কমাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা। সে জন্য পরিবহন, থাকার হোটেল ও খাওয়ার বিষয়ে পূর্বপরিকল্পনা প্রয়োজন। কেউ চাইলে কুয়াকাটা, লালাখাল, কলমাকান্দা, সীতাকুণ্ডসহ সিলেট ও পঞ্চগড়ের মতো জেলায় কম খরচে ভ্রমণ করা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রতিবেদনে বলা হয়, দেশে রাত্রিযাপনসহ ভ্রমণে বছরে মোট ব্যয় হয় ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ভ্রমণকারীরা সবচেয়ে বেশি টাকা খরচ করে পরিবহনে, যা মোট ব্যয়ের ৩৬ শতাংশের বেশি। এর পরের খরচের বড় খাত কেনাকাটা ও দৈনন্দিন খরচ. যা প্রায় ১৮ শতাংশ। অর্থাৎ ভ্রমণকারীরা পরিবহন ও দৈনন্দিন খরচ (থাকা, খাওয়া ও কেনাকাটা) বেশি ব্যয় করছেন। এবার দেখা যাক কীভাবে ঘোরাঘুরির খরচ কমানো যায় এবং যেসব...