ঢাকা : সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের জনপ্রিয়তা মানুষের মধ্যে ভীষণ, সে কথা মাথায় রেখেই তাই এখন বহু বড় মাপের অভিনেতা অভিনেত্রী বড় পর্দায় কাজ করার পাশাপাশি ওয়েব সিরিজেও সমানভাবে কাজ করছেন। হইচই ডিজিটাল প্লাটফর্মে শুভশ্রীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তা থেকে এই কথা স্পষ্ট ওয়েব সিরিজের প্রতি মানুষের আগ্রহ প্রবল।এবার আসতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে একজন সাংবাদিকের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। জেলে ঘটে যাওয়া মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের কিনারা করবেন তিনি। কেন পুরুষ না থাকা সত্বেও জেলে একের পর এক মহিলা বন্দি গর্ভবতী হয়ে যাচ্ছেন, সেই রহস্যের কিনারাই করবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত চরিত্রটি।কিছুদিন আগেই এই সিরিজের কথা ঘোষণা করা হলেও এবার ঘোষণা করা হলো সিরিজ মুক্তির তারিখ। আগামী...