১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম স্বাধীন এদেশের ছাত্র জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় গত ৫ আগস্ট-এর গণঅভ্যর্থনে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতের দোসর স্বৈরাচারী হাসিনাকে।দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিশ ৪ উপজেলার আয়োজনে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে গণসমাবেশ উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুর রউফ এর সভাপতি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক একথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের দোসরেরা ঘুপটি মেরে সুযোগ খুঁজছে নির্বাচন বানচালের চেষ্টাও ষড়যন্ত্র করছে। সজাগ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি আসন্ন ত্রয়োদর সংসদ নির্বাচনে দিনাজপুরের ৪ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। এবং দলের মনোনীত প্রার্থীকে রিক্স মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। গণসমাবেশে আরো...