১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি দায়িত্বে আসি তাহলে পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ করতে চাই। শনিবার (১১ অক্টোবর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলার এক পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমরা যদি কোনোদিন দায়িত্বে আসি অন্য কোন রাজনৈতিক দলের কাউকে সে যদি নিরপরাধ হয়, আমরা কোনোদিন তাকে হয়রানি করবো না। তেঁতুলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পর্যটনের জায়গা হইতে পারে। সবার সাথে ভাল ব্যবহার করতে হবে। হোটেল মোটেল করতে হবে। এগুলো পদক্ষেপ নেয়া দরকার। সেগুলো নিতে হবে। সারজিস আলম বলেন, পঞ্চগড়ের প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে চাই। গোড়াতেই সমস্যা এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।...