জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ভাইকে আমি চিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমিসহ নেতৃবৃন্দরা জেলে গেলে সে কয়েকবার আমাদের দেখতে গিয়েছে। আমাদের সাথে সে সবসময় আন্দোলনে ছিলো। সেসময় ঝুঁকি নিয়ে আমাদের দেখতে যাওয়া, সহজসাধ্য ব্যাপার ছিলো না। লোহার খাঁচার মধ্যে থাকা অবস্থায় আমি শাওন ভাইকে চিনেছি। এরপর থেকে যত আন্দোলন করেছি, সব আন্দোলনে সে ছিলো। তাকে যারা চিনে তার সম্পর্কে বলতে পারবে। সে কখনোই চাঁদাবাজ নয়। সে সেই ধরনের মানুষও না। সে খুবই সৎ ও সাধারণ জীবনযাপন করে। কিছুদিন আগে এনটিভির মুজতবা খন্দকার ভাই আমাকে একটি প্রোগ্রামে ডাকেন। সেখানে শাওন ভাইও অতিথি ছিলো। পুরাতন একটি টিশার্ট ও প্যান্ট পরে সে প্রোগ্রামে এসেছে। আমি তাকে...