পারিবার সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, কয়েক বছর আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন পুরুষোত্তম। পরে সুস্থ হলেও ধীরে ধীরে তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। মাথাব্যথা, ক্লান্তি ও শারীরিক দুর্বলতা বাড়তে থাকলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান—তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন, নইলে বাঁচানো সম্ভব নয় বলে সতর্ক করেন। পরিবারের কেউ অঙ্গদানে রাজি না হলেও এক মুহূর্ত দেরি না করে স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন প্রিয়া। দুই দিন আগে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। বর্তমানে প্রিয়া ও পুরুষোত্তম দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অস্ত্রোপচারের...