বিশ্ব রাজনীতির আকাশে আবারও নতুন সামরিক সমীকরণ। এবার সে আলো ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার। আর সেই আলোয় মুখ উজ্জ্বল করছে যুক্তরাষ্ট্রও। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে কাতারের বিমান বাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের ভূমিতেই এবার যুদ্ধবিমানের শান দেবে কাতারের পাইলটরা, গড়ে তুলবে নিজেদের দক্ষ হিসেবে। ঐতিহাসিক চুক্তি ও যৌথ শক্তি বৃদ্ধিএই ঐতিহাসিক চুক্তিতে সই করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদ এবং কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান আল থানি। হেক্সেদের মন্তব্য: হেক্সেদ বলেন, "এই যৌথ উদ্যোগ আমাদের দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একসঙ্গে প্রশিক্ষণ মানে একসঙ্গে একসঙ্গে শক্তি বৃদ্ধি। এটা আমাদের সমন্বিত যুদ্ধ ক্ষমতা ও প্রাণঘাতী সামর্থ্য আরও বাড়াবে।" চুক্তি অনুযায়ী, আইডাহোর...