লঞ্চিং ট্রাকে স্থাপন করা উত্তর কোরিয়ার হোয়াসং-২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ নামে সর্বাধুনিক ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে উত্তর কোরিয়া। শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। খবর আলজাজিরার।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কুচকাওয়াজে উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত কিছু অস্ত্র প্রদর্শন করা হয়েছিল যার মধ্যে দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং লঞ্চযান অন্তর্ভুক্ত ছিল। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় হোয়াসং-২০ আইসিবিএম। একটি ১১-অ্যাক্সেল লঞ্চিং ট্রাকে স্থাপন করা হোয়াসং-২০ এই প্রথম জনসমক্ষে আনা হয়। কেসিএনএ এটিকে দেশটির সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছে। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি...