মাঠে নয়, গ্যালারিতে শোভা ছড়ালেন লিওনেল মেসি। আরেক ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর চোটের খবর আসে ম্যাচের কয়েক ঘণ্টা আগে। তাদের অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা ভুগতে হলো আর্জেন্টিনাকে। তবে পুরোটা সময়জুড়ে ভীষণ সাদামাটা ভেনেজুয়েলাকে ঠিকই হারিয়ে দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালের প্রীতি ম্যাচটি আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছে। একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। আগেই ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে অনিয়মিত খেলোয়াড়দের বেশি সময় সুযোগ দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি শুরুর একাদশ সাজান। এতে তার দলকে পুরোপুরি সেরা রূপে দেখা না গেলেও, জয় নিশ্চিত করতে পেরেছে তারা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। একুয়েডরের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। জয়ে ফেরার লক্ষ্যে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার...