ইংরেজি নববর্ষ উদযাপনে স্পেনের বার্সেলোনায় অবস্থান করার সময় ২০২২ সালের ৩০ ডিসেম্বর একটি নাইটক্লাবে ব্রাজিলের ফুটবলার দানি আলভেস এক নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। পরে সেই অভিযোগে ১৪ মাস জেল খাটেন তিনি। সেই কালো অধ্যায় পেছনে ফেলে পরে আবারও সাভাবিক জীবনে ফেরেন আলভেস। আলভেসের সেই কঠিন সময়ে পাশে ছিলেন তার স্ত্রী, মডেল জোয়ানা সানজ। এবার আলভেসের স্ত্রী জানালেন, তাদের প্রথম সন্তান আগমনের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে জোয়ানা, একটি রূপালি ব্রেসলেটের ছবি শেয়ার করেছেন, যেখানে শিশুর জন্মতারিখ খোদাই করা আছে। সেখানে লেখা ১ অক্টোবর, ২০২৫। জানা গেছে কন্যা সন্তান হয়েছে আলভেস-জোয়ানার ঘরে। জোয়ানা আলভেসের দ্বিতীয় স্ত্রী। ৪২ বছরের আলভেসের আগে দুই সন্তান আছে। জোয়ানা লিখেছেন,...