ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ড্রাইভিং ট্রেনিং স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর বসিলা পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার নতুন ভবনের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং নিজে সরেজমিনে পরিদর্শন করেন প্রশিক্ষণ কেন্দ্রটির অবকাঠামো ও কার্যক্রম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ড্রাইভিং ট্রেনিং স্কুল পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পর তিনি বসিলা...