বিসিবি নির্বাচন শেষে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে ব্যস্ত সময় পার করেছ আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে বিপিএল আয়োজক কমিটি। আজ শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। অর্থাৎ বিপিএলের ১২ থেকে ১৬তম আসর পর্যন্ত নির্বাচিত প্রতিষ্ঠানগুলো বিপিএলে নিজেদের দল পরিচালনা করার সুযোগ পাবে। বিসিবি এবার সম্ভাব্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছে: ঢাকা বিভাগ— ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ। এর সঙ্গে দুই জেলা—কুমিল্লা ও নোয়াখালী। এর মধ্যে সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ সর্বনিম্ন পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের আগামী আসর। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, কোম্পানির সুনাম এবং বিপিএলের ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনার সাথে...