বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের সময় জেলেদের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালাবদর নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। জেলে শাকিল হাওলাদার (২৫) উপজেলার চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন হাজিরহাট এলাকায় কালাবদর নদীতে দুই দল জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত এবং একজন নিখোঁজ হন।জানা গেছে, জাল পাতা নিয়ে দুদল জেলের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় নদীতে পড়ে নিখোঁজ হন শাকিল। এছাড়াও নিখোঁজ জেলের ভাই রবিউল ইসলাম, জেলে জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী আহত হন। তাদের মধ্যে জসীম হাওলাদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধারমেহেন্দিগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল...