বার্সেলোনার বিখ্যাত এমএসএন- মেসি সুয়ারেজ নেইমার জুটিকে আবার দেখা যেতে পারে। ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামি সান্তোস থেকে থেকে নেইমারকে আনার পরিকল্পনা করছে বলে খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল। মায়ামির ক্লাবটি মৌসুমে শেষে সার্জিও বুসকেতস এবং জর্ডি আলবা অবসরের সুযোগ কাজে লাগাতে চায়, যাতে স্যালারি ক্যাপে ফাঁকা জায়গা তৈরি হয় এবং নেইমারকে আনতে পররে। মেসি ও সুয়ারেজের সঙ্গে এই ব্রাজিলিয়ান খেললে সেই শক্তিশালী ত্রয়ী আবারও এমএলএসে ঝরঝরে ও ভয়ংকর আক্রমণ গঠন করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই তিনজন একসঙ্গে বার্সেলোনায় ২০১৪–২০১৭ সালের মধ্যে মাঠে ৩৬৪ গোল ও ১৭৩ অ্যাসিস্টের অসাধারণ রেকর্ড গড়েছিলেন। বর্তমানে নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি ডিসেম্বর পর্যন্ত, যার পরে তিনি নতুন ক্লাবের সঙ্গে আলোচনা করার জন্য ফ্রি হবেন। এই মৌসুমে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড...