পাওয়ার-প্লেতে জোড়া উইকেট নিয়ে আফগানদের চেপে ধরেছিল বাংলাদেশ। পাওয়ার-প্লে শেষেও জারি রাখল একই ধারা। পরের ২০ ওভারে এলো আরও ৩ উইকেট। মাঝখানে চোট নিয়ে মাঠ ছাড়লেন রহমত শাহ। সবমিলিয়ে ৩০ ওভার শেষে ম্যাচে বাংলাদেশ আধিপত্য সৃষ্টি করেছে। আগের ম্যাচে বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রহমত। এ ম্যাচে অবশ্য উইকেটে থিতু হওয়ার আগেই ম্যাচের ১৫তম ওভারে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাংলাদেশ। এরপর উইকেটে আসা নতুন ব্যাটারদের ফাঁদে ফেলেছে স্পিন ঘূর্ণির। ৪ বলের মধ্যে তুলে নিয়েছে আরও দুই উইকেট। ১৮তম ওভারে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে ফেরান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে ১২ বলে ৪ রান করেন তিনি। পরের ওভারেই আঘাত হানেন আরেক স্পিনার রিশাদ হোসেন। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে রানের খাতাই খুলতে দেননি রিশাদ। এরপর...