‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নায়িকা অনীত পাড্ডা আবারও খবরের শিরোনামে। তবে এবার সিনেমার কারণে নয় বরং একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সম্প্রতি পুরোনো একটি ভিডিওতে দেখা গেছে, অনীত উর্দু ভাষায় লেখা বিখ্যাত কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’ গেয়ে শোনাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনেকে একে ইসলামী ধর্মপ্রাণ কবিতা বলে দাবি করলেও, বাস্তবে এটি শিশুদের জন্য লেখা এক প্রার্থনামূলক কবিতা। এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্কের ঝড়।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘সাইয়ারা’ ছবির সূত্র ধরে এই নায়িকার হঠাত্ জনপ্রিয়তা পাওয়া। ছবিতে নায়ক আহান পাণ্ডের সঙ্গে নায়িকার রসায়ন ছিল দেখার মতো। ইদানীং বলিউড এই চর্চায় সরগরম যে বড়পর্দার নায়ক-নায়িকা ব্যক্তিগত জীবনে প্রেম করছেন।তবে সত্যি তারা প্রেম করছেন কিনা, এই ব্যাপারে কোনো বিবৃতি দেননি। অনীত এরপর...