আজ শুরু থেকেই বাকিদের তুলনায় খানিকটা খরুচে ছিলেন মিরাজ। প্রান্ত পরিবর্তন করেও চেষ্টা করেছেন। তবে কিছুতেই যেন ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অধিনায়ক। তবে ১৮তম ওভারে এসে উইকেটের দেখা পান তিনি। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ১২ বল খেলে ৪ রান করেছেন আফগান অধিনায়ক। পরের ওভারেই উইকেট পেয়েছেন রিশাদ হোসেনও। এই লেগির গুড লেংথের বলে টার্নে পরাস্ত হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল আজমতউল্লাহর ব্যাটে কানা ছুঁয়ে স্লিপে তানজিদ তামিমের হাতে জমা পড়ে। তাতে ৭৯ রানে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯১ রান। গত ম্যাচে দারুণ বোলিং করা তানজিম সাকিব আজ বল হাতে ইনিংস ওপেন করেন। নতুন বলে দারুণ বোলিং করেছেন তিনি। অপর প্রান্তে...