যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের সময় বিভিন্ন মন্ত্রণালয়ে হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউজ। সরকারি শাটডাউন শুরুর পর ফেডারেল কর্মীবাহিনী হ্রাস করার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, এবার সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে। নিজের এই সিদ্ধান্তের জন্য তিনি ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা, শিক্ষা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবারসিকিউরিটি বিভাগে চাকরি ছাঁটাই চলছে। তবে ছাঁটাইয়ের মোট সংখ্যা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের শুরুতে ট্রাম্পের শুরু করা ফেডারেল কর্মীবাহিনী হ্রাসের প্রচারণার কারণে প্রায় তিন লাখ বেসামরিক কর্মী ইতোমধ্যে চাকরি ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। শুক্রবার...