ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে খ্যাতনামা ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি দেওবন্দ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুপুরে দেওবন্দে পৌঁছালে মাদ্রাসার রেক্টর মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এবং ১৫ জন প্রবীণ আলেমের একটি প্রতিনিধিদল তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুত্তাকির সাতদিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার প্রথম নয়াদিল্লি সফর এটা। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেওবন্দ পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিলেন এই তালেবান নেতা। আফগান মন্ত্রী যখন দেওবন্দ প্রাঙ্গণে প্রবেশ করেন, তখন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার...