কোলন ক্যান্সার, যা রেকটাল বা কোলোরেকটাল ক্যান্সার নামেও পরিচিত, হলো কোলন বা মলদ্বারে কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে সৃষ্ট এক ধরনের মারাত্মক রোগ। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার মূল কারণ হলো কোলনের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে আশপাশের অঙ্গ বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া। সমস্যা হলো, প্রাথমিক পর্যায়ে এটি অনেক সময়েই শনাক্ত হয় না। কিন্তু শরীর কিছু সতর্কসংকেত দেয়, যেগুলো দ্রুত চিহ্নিত করা গেলে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। হার্ভার্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সৌরভ শেঠি জানিয়েছেন, কোলন ক্যান্সারের এমনই ৮টি গুরুত্বপূর্ণ উপসর্গ যেগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয়। মলে রক্ত দেখা দেওয়াকোলন ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো মলের সঙ্গে রক্ত দেখা দেওয়া। এই রক্ত উজ্জ্বল লাল বা কালচে আঠালো টারের মতো হতে পারে, যা আসলে কোলনের অভ্যন্তরীণ রক্তক্ষরণ থেকে আসে। যদিও হেমোরয়েড...