কাতার বিশ্বকাপের পর্তুগাল স্কোয়াড ছিল দারুণ শক্তিশালী। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার এখনও আছেন, গোল করে চলেছেন নিয়মিত। আছেন ব্রুনো ফের্নান্দেস-বের্নার্দো সিলভাদের মতো তারকা। অতীতেও অনেক তারকার জন্ম দিয়েছে দেশটি। কিন্তু কখনোই বিশ্বকাপ জিততে পারেনি তারা। দেশের মানুষের আরাধ্য স্বপ্নটা এবার পুরণ করতে চান অধিনায়ক ফের্নান্দেস, যে স্বপ্ন ছোটবেলা থেকে দেখে আসছেন তিনি নিজেও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। সেখানে জায়গা পেতে বাছাইপর্বের ম্যাচে শনিবার রাত পৌনে ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটির আগের দিন আত্মবিশ্বাসী কণ্ঠে ফের্নান্দেস শোনালেন, এবার তারা দৃঢ় পায়ে ছুটতে চান স্বপ্নপূরণের লক্ষ্যে। “আমাদের প্রতিটা ম্যাচ ধরে এগোতে হবে, অবশ্য যত দ্রুত সম্ভব বিশ্বকাপের মূলপর্বে পৌঁছানোই আমাদের লক্ষ্য। প্রতিটি ম্যাচ জেতাই আমাদের মূল লক্ষ্য। বিশ্বকাপ জয়ের স্বপ্ন সবসময়...