ইয়াশফা মেডিটেক-এর আয়োজনে পুরান ঢাকার লালবাগ কেল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘গ্রুপ মেডিটেশন ও ইয়োগা সেশন’- অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) হেলথ কেয়ার অটোমেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইয়াশফা মেডিটেক এই বিশেষ সেশনের আয়োজন করে।সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার ৮০ জন মানুষ এতে অংশ নেয়। এতে অংশ নিয়ে লালবাগ কেল্লার কাস্টোডিয়ান মুখলেছুর রহমান ভূঁঞা বলেন, মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ। আমি আশাবাদী ইয়াশফা মেডিটেক এমন আয়োজন ধারাবাহিকভাবে আয়োজন করবে এবং আরো বড় পরিসরে আয়োজন করবে। আয়োজক হিসেবে মেন্টাল হেলথ অ্যাডভোকেট ও ইয়াশফা মেডিটেকের প্রধান নির্বাহী মো. মোসাব্বির রাহমান বলেন,...