দক্ষিণ কোরিয়ার গওয়াংজু শহরের ‘এশিয়ান কালচার সেন্টার’ এ সম্প্রতি অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক উৎসব ‘বিয়ন্ড বর্ডারস: দ্য নিউ ওয়েব অব এশিয়ান পারফর্মিং আর্টস। এশিয়ার ১১টি দেশ যথাক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই উৎসবে একত্রে বুনেছে সংস্কৃতির এক রঙিন গাথা। উৎসবের প্রথম দিন ‘রিদমস অব এশিয়া’ পর্বে রঙ, তাল ও আবেগের মেলবন্ধনে যেন জেগে ওঠে পুরো গওয়াংজু। একে একে মঞ্চে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তারা নিজ নিজ সংস্কৃতির রঙে, ঐতিহ্যের ছোঁয়ায় অনুষ্ঠান মাতিয়ে তোলেন। কোরিয়ার ঐতিহ্যবাহী ড্রাম বাজনার গর্জনে মঞ্চ যখন কেঁপে ওঠে, তখন শিল্পের প্রাণে বাজে একটাই সুর ‘আর্ট ইজ নট বাউন্ড বাই জিওগ্রাফি, ইট ব্রেথস ইন এভরি হিউম্যান সওল’। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল ওয়ার্কশপ ও সাংস্কৃতিক বিনিময়। জাপান,...