ইতালির ফুটবলের সংকট কি তবে চিরস্থায়ী হয়ে গেল! দুই দশক ধরে টালমাটাল একটা দল যখন টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পাওয়ার শঙ্কায় থাকে, তখন প্রশ্নটা উঠবেই। ফুটবলের ইতিহাসে ইতালির অবদান অনন্য। যে কটি দেশ ফুটবলকে নিজস্ব দর্শনে সমৃদ্ধ করেছে, ইতালি তাদের অন্যতম। শুধু চারবার বিশ্বকাপ জেতাই নয়, খেলাটিকে তারা দিয়েছে নিজস্ব এক ভাষা। দূর থেকে দেখলেও বোঝা যেত—এটা ইতালির ফুটবল। অথচ সেই ঐতিহ্য এখন প্রায় ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। দর্শন নেই, ভাষা নেই, খেলার ছন্দও নেই। পড়ে আছে শুধু ছাই। ২০২৬ বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে গ্রুপ ‘আই’তে ইতালি আছে ২ নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯। শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ৫ ম্যাচে ১৫। ৩ নম্বরে থাকা ইসরায়েলের পয়েন্টও ইতালির সমান ৯। ফলে এস্তোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে আসছে দুটি...