১১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সৃষ্ট উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল (শুক্রবার) নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্যারিবিয়ান সাগরের উত্তেজনা নিয়ে জরুরি অধিবেশনে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং এ উদ্বেগ প্রকাশ করেন। ফু ছং বলেন, সম্প্রতি মাদক পাচার রোধ করার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান সাগরে সামরিক বাহিনী মোতায়েন করেছে, ভেনেজুয়েলার জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং মাছ ধরার জাহাজ আটক করেছে, ফলে আঞ্চলিক পরিস্থিতিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র তথাকথিত ‘আন্তর্জাতিক জলসীমায়’ বিদেশি জাহাজের বিরুদ্ধে একতরফা ও অযৌক্তিকভাবে আইনপ্রয়োগ করেছে, যা সংশ্লিষ্ট ব্যক্তির মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই অঞ্চলের নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে এবং আইন অনুসারে বিভিন্ন দেশের সমুদ্রের স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে, যা আন্তর্জাতিক আইনের...